Condition's



আমাদের নীতিমালা ও শর্তাবলী:-
১.      মানি রিসিট ব্যতিত কোন প্রকার আর্থিক লেনদেন গ্রহনযোগ্য নয়, এবং কর্তৃপক্ষ এর দ্বায়বার রাখেনা।
২.     ১ হইতে ৫ তারিখের মধ্যে নির্ধারিত আমানত বা শেয়ারের অংশ ব্যাংক অথবা হিসাব রক্ষককারীর নিকট পৌছাতে হবে। অন্যতায় বিলম্ব ফি সহকারে জমা দিতে হবে। (যদি সদস্য টাকা ব্যাংকে জমা দেয় সেক্ষেত্রে অবশ্যই তাকে ব্যাংক জমার রিসিট হিসাব রক্ষককারীকে অবগত করে মানি রিসিট গ্রহন করতে হবে।
৩.     এক নাগারে তিন মাসের আমানত দেওয়া বন্ধ হলে পরিচালনা পর্ষদ তার সদস্য পদ হল্ড বা বাতিল  করার ক্ষমতা রাখে।
৪.     বিজনেস প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে পরিচালনা পর্ষদ যে সিদ্ধান্ত গ্রহন করে তা অবশ্যই সমর্তন করতে হবে (যদি তা ন্যায় ও যুক্তি সঙ্গত হয়)।
৫.     কোনো সদস্য যদি কয়েক মাস তার মাসিক আমানত জমা দিলো অত:পর সে আর কোনো আমানত বা শেয়ার জমা করলোনা সেক্ষেত্রে ঐ ব্যাক্তির জমাকৃত আমানত দুই বছর পর (মুনাফা ব্যাতিত) ফেরৎ দেওয়া হবে। আবার যে ব্যক্তি সঠিকভাবে মাসে মাসে তার শেয়ারের অংশ জমা দিলো ঐ সদস্যকে  প্রতি বছর তার জমাকৃত অর্থের উপর  শতকরা হিসেবে মুনাফাদেওয়া হবে (যদি প্রতিষ্ঠান মুনাফা অর্জনে সফল হয়)।
৬.      মুনাফাবন্টন: মুনাফা বন্টনের ক্ষেত্রে সকল শেয়ার হোল্ডারদের মোট জমাকৃত মূলধনের উপর যত % মুনাফা আসবে ঠিক তত % মুনাফা প্রত্যেক গ্রাহকের আমানতের উপর হিসাব অনুযায়ী দেওয়া হবে। যেমন প্রতিষ্টানের মোট মূলধন ১০০০০০/= টাকা, বছর শেষে মুনাফা আসলো ২০০০০/= টাকা। অর্থাৎ ২০% , অতএব গ্রাহক তার আমানতের উপর ২০% পাবে।
৭.     প্রতিষ্ঠান লাভমূখী হলে যেমন সদস্যকে মুনাফা দেওয়া হবে, ঠিক যদি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয় সেক্ষেত্রেও সদস্যকে ক্ষতির ভাগ নিতে হবে। অর্থাৎ ব্যবসায়ে লাভ-ক্ষতি দুটোই থাকে তাই সকল সদস্যই লাভ-ক্ষতি উভয়টাই মেনে নিতে হবে।
৮.     দুই বছরের পূর্বে কেউ যদি হিসাব নিষ্পত্তি করতে চান বা তার আমানত ফেরত চান তা কোনো ভাবেই ফেরৎ দেওয়া হবেনা।
৯.     বর্তমান পরিচালনা কমিটি প্রথম দুই বছর প্রতিষ্টান পরিচালনা করবেন। দুই বছর পর নির্বাচনের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠন করা হবে। যার মেয়াদ থাকবে ৩ বছর । ব্যবসায় অর্ন্তভুক্ত হলে মাল্টিপারপাস বিজনেস গ্রুপ ব্যবসা সহজভাবে করার লক্ষে পৃথকভাবে পরিচালনা করবে।
১০. যদি কোনো শেয়ার হোল্ডার কোনো প্রকার আর্থিক, সামাজিক দুর্নীতিতে লিপ্ত হয় তবে ঐ ব্যক্তিকে     তাৎক্ষনিক ভাবে বহিষ্কার করা হবে।
১১.  শেয়ার হোল্ডারগনের সকল কাগজপত্র ও আর্থিক লেনদেন সম্পর্কৃত সকল তথ্য উক্ত প্রতিষ্ঠানের সম্পাদকের নিকট সংরক্ষন থাকবে।
১২.  শেয়ার হোল্ডারের মৃত্যু বা শারিরীক বৈকল্যের কারণে বা অন্য কোনো কারনে শেয়ার হোল্ডারের আইনানুগ উত্তরাধীকারীরা বিশেষত নমীনি (মনোনিত ব্যক্তি শেয়ার হোল্ডারের পক্ষে এই অঙ্গিকারনামার যাবতীয় শর্তপ্রতিপালনে বাধ্য থাকবে।
১৩.  মাল্টিপারপাস বিজনেস গ্রুপ এর কার্যকরী কমিটির সকল সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

No comments

Theme images by RBFried. Powered by Blogger.